Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

কুলিয়া ইউনিয়নে গ্রামীন সড়ক যোগাযোগের ক্ষেত্রে সকল যায়গায় সমভাবে উন্নত করা না গেলে ও অধিকাংশ রাস্তা ঘাট ইতি মধ্যে কার্পেটং সহ ইটের সলিং করা হয়েছে। কাচা পাকা রাস্তা মিলে ইউনিয়নে মোট রাস্তার পরিমান প্রায় ২৭৩ কি,মি.। এর কাচা রাস্তা ১০৩  কি,মি,ও পাকা রাস্তার পরিমান হলো ৫৭ কি,মি এবং ইট সলিংকৃত ১১৩ কিঃমিঃ। কাচা রাস্তাগুলি বছরের একটি বর্ষার সময়ে চলার অনুপযোগী হয়ে পড়ে। ইউনিয়নের মধ্য দিয়ে সাতক্ষীরা-কালীগজ্ঞ মহাসড়ক হওয়ায় যাতায়াতে জনগন বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবু ও ইউনিয়নে যে সকল কাচা রাস্তা রয়েছে সেখানার কৃষকেরা কৃষি পন্য আমদানী রপ্তানী তে খুবই অসুবিধায় পড়ে ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটে,বিশেষ করে বর্ষা মৌসুমে । তাছাড়া অপরিকল্পিত রাস্তা ,কালভার্ট পানি নিষ্কাশনে অসুবিধা সৃষ্টি করে সাময়ি জলাবদ্ধতার দ্বারা অনেক ক্ষতি সাধিত হয় । ফলে চিংড়ী মাছ/ফসল পরিবহনের ক্ষেত্রে যেন অসুবিধার সৃষ্টি হয় তেমনি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। ইউনিয়ন পরিষদে পাকা ব্রিজ আছে ৮টি , কাঠের ব্রিজ আছে ১২টি।অনেক স্থানে কাঠের ব্রীজ প্রধান যোগাযোগের মাধ্যম হলেও সঠিক সংস্কার ও রক্ষনাবেক্ষন এর অভাবে সেগুলো ভেঙ্গে গেছে যার দরুন সে স্থানের জনগন মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।